![আড়াইহাজারে গলায় ফাঁস দিয়ে গৃহকর্তার আত্মহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/12/lash_abnews_125636.jpg)
আড়াইহাজার (নারায়ণগঞ্জ), ১২ ফেব্রুয়ারি, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে মাছুম নামে এক গৃহকর্তা আত্মহত্যা করেছেন। তিনি স্থানীয় একটি সিএনজি স্ট্যান্ডের সুপারভাইজার ছিলেন। তিনি মৃত চান মিয়ার ছেলে।
আজ সোমবার সকাল ৮টার দিকে নিজের শোবার ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহতের পরিবারের লোকজন জানান, আজ সোমবার সকাল ৮টার দিকে মাছুম বাড়ির সবার অগোচরে নিজের শোবার ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস দেন। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনাস্থল থেকে ফিরে আড়াইহাজার থানার এসআই রফিক জানান, পারিবারিক কলহের জের ধরে মাছুম আত্মহত্যা করেছেন। তার গলায় দড়ির চিহৃ রয়েছে। তবে সন্দেহজনক কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি।
আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং সম্মতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবিএন/এম এ হাকিম ভূঁইয়া/জসিম/এমসি