![বদলগাছীতে বিএনপির মানববন্ধন ছাত্রলীগের বিক্ষোভ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/12/bnp@abnews_125648.jpg)
বদলগাছী (নওগাঁ), ১২ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে উপজেলা বিএনপি আজ সোমবার সকাল ১১টায় বদলগাছী ৪ মাথা মোড়ে দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় পুলিশের বাধার মুখে মানববন্ধন কর্র্মসূচী ছত্রভঙ্গ হয়ে পড়ে।
এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকিতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী জানান, বর্তমান সরকার রাজনৈতিক হেন চক্রান্তে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে মিথ্যা সাজানো মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেল দেওয়া হয়েছে। তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবী করেন। অপরদিকে মানববন্ধনের পরপরই উপজেলা ছাত্রলীগ এক বিক্ষোভ মিছিল বের করে উপজেলার মেইন সড়ক প্রদক্ষিণ করে।
এবিএন/মমিন/জসিম