![ভোলায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/12/bhola_125653.jpg)
ভোলা, ১২ ফেব্রুয়ারি, এবিনিউজ : ভোলায় ৮৪ পিচ ইয়াবা সহ মাইনুদ্দিন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ। আজ সোমবার রাত ১০টায় সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ৩নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাইনুদ্দিন একই এলাকার মুসলিম রাঢ়ির ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক এসএম এলতাস উদ্দিন আজ সোমবার বিকালে ভোলা প্রেসক্লাবে
সংবাদ সম্মেলনে জানান, আটকৃত মাইনুদ্দিন দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৮৪ পিচ ইয়াবা সহ আটক করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এছাড়া মাইনুদ্দিনের বিরুদ্ধে দৌলতখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি।
এবিএন/আদিল হোসেন তপু/মমিন/জসিম