শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নেত্রকোনায় শাশুড়ি হত্যায় জামাতার ফাঁসির আদেশ

নেত্রকোনায় শাশুড়ি হত্যায় জামাতার ফাঁসির আদেশ

নেত্রকোনা, ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : নেত্রকোনায় শাশুড়িকে হত্যার দায়ে তার জামাতাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আলমগীর হোসেনের বাড়ি নেত্রকোনার সদর উপজেলার মোবারকপুর গ্রামে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ১ মার্চ গরু কেনার টাকা নিয়ে বিবাদের জেরে শাশুড়ি ফাতেমা আক্তারকে হত্যা করেন আলমগীর। পরদিন এ ঘটনায় মামলা করা হয়। তদন্ত শেষে ওই বছরের পুলিশ আদালতে অভিযাগপত্র দিলে এ মামলার বিচার শুরু হয়।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত