শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

জয়পুরহাটে পেট্রোল বোমা ও ককটেলসহ আটক ৭

জয়পুরহাটে পেট্রোল বোমা ও ককটেলসহ আটক ৭

জয়পুরহাট, ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটে ৫ টি প্রেট্রোল বোমা ও ৩ টি ককটেল সহ যুবদল ও শিবিরের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর রাতে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আটককৃতরা হলেন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, জেলা ছাত্রদল সদস্য বেলায়েত হোসেন বেনু, শিবির সমর্থক এমরান হোসেন, জাকারিয়া, মোসাব্বির হোসেন সিহাব, জাহিদ মোঃ তোহা ও মুমিনুর।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জানান, দেশের চলমান পরিস্থিতিতে নাশকতার আশঙ্কা এড়াতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত যুবদল নেতা শরীফুলের বাড়ি থেকে ওই পেট্রোল বোমা ও ককটেলগুলো পাওয়া যায় বলে জানান ওসি।

এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত