![চকরিয়ায় বাসের চাপায় মা নিহত, শিশু অক্ষত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/13/accident@abnews_125703.jpg)
চকরিয়া, ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : টমটম থেকে শিশু সন্তানসহ পড়ে গিয়ে শ্যামলীমা পরিবহনের একটি বাসের চাপায় মায়ের মৃত্যু হলেও অক্ষত থেকে প্রাণে বেঁচে যায় দুই বছরের শিশু তানিসা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুশনা আক্তার (২১) উপজেলার কাকারা ইউনিয়নের মাইজকাকারা এলাকার সেলিম উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বাড়ি থেকে টমটমযোগে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা যাচ্ছিলেন। মহাসড়কের চিরিঙ্গায় কক্সবাজারমুখি শ্যামলীমা পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে টমটম থেকে ছিটকে কোলে থাকা শিশু তানিসাসহ রুশনা আক্তার সড়কে পড়ে যায়।
এসময় বাস চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় রুশনা। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় কোলে থাকা দুই বছরের শিশু তানিসা।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট নুরে আলম বলেন, বাসটি জব্দ করে করা হয়েছে। চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/রাজ্জাক