![গাজীপুরে ১৫০বোতল ফেন্সিডিলসহ আটক ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/13/atok@abvnews_125704.jpg)
গাজীপুর, ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকা থেকে ১৫০পিছ ফেন্সিডিলসহ একটি ট্রাক (ঢাকা- মেট্টো-ট-১৮-৭৯০১) জব্দ করেছেন কোনাবাড়ি সালনা হাইওয়ে পুলিশ। এসময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে ফেনসিডিলসহ ট্রাকটি আটক করা হয়।
সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাসুদেব সিনহা জানান, প্রতিদিনের মত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইওয়ে পুলিশের চেক পোষ্টের তল্লাশী চলছিল। ঢাকাগামী একটি ট্রাকে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী (ঢাকা-মেট্টো-ট-১৮-৭৯০১) ট্রাকটিসন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সিগনাল দিয়ে তল্লাশী করে ১৫০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। আটক দুইজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/রাজ্জাক