
সিরাজগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদ মহল্লায় অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ রাজশাহীর ২ যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, রাজশাহীর পুঠিঁয়া উপজেলার বিরালদহ বাজার গ্রামের মফিজুল ইসলাম টুলুর ছেলে এহতেশাম তানভীর(২৩) ও একই উপজেলার মাইপাড়া বাজার এলাকার সহিজ উদ্দিনের ছেলে রিপন(২৪)।
ওসি (ডিবি) মোজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই ইয়াছিন আলীর নেতৃত্বে পুলিশ আজ মঙ্গলবার সকালে পৌর এলাকার মাহমুদপুর মহল্লার অপেল গার্ডেন সংলগ্ন ঈদগাহ মাঠ থেকে ওই ২ যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তাদের শরীরের বিভন্ন স্থানে বিশেষ কৌশলে রাখা ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/রাজ্জাক