![সিরাজগঞ্জে জেলা বিএনপির অবস্থান কর্মসূচী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/13/sirajgoang_abnews24_125731.jpg)
সিরাজগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাজার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে শহরের ইবি রোডে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্দ্যেগে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
এতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদের সভাপতিত্বে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি গাজি আজিজুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম খান প্রমূখ। বিএনপি কেন্দ্রীয়ভাবে ঘোষিত তিনদিনের কর্মসূচীর দ্বিতীয় দিনে জেলা বিএনপি এই অবস্থান কর্মসূচী পালন করা হয়।
এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/রাজ্জাক