![আখাউড়ায় দেড় যুগ পর আহবায়ক কমিটি পেল যুবলীগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/13/akhaura@abnews24_125745.jpg)
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : প্রায় দেড় যুগ পর আখাউড়া উপজেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। নবগঠিত কমিটির আহবায়ক করা হয়েছে আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাকজিল খলিফা কাজলকে। কমিটির ১ম যুগ্ম আহবায়ক হলেন আতাউর রহমান ভূইয়া নাজিম ও ২য় যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল।
কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এবং সাধারন সম্পাদক মোঃ হারুনুর রশিদ গত ৬ ফেব্রুয়ারি ২১ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে স্বাক্ষর করেন। ৯০ দিনের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এসময়ের মধ্যে সকল ইউনিয়ন শাখার কমিটি গঠন করে উপজেলা সম্মেলন করতে বলা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো. মুরাদ হোসেন, মো. মনির খান, মো. আরিফুল হক বাছির, আবু কাউছার ভূঁইয়া, হাফেজ সৈয়দ জাহাঙ্গীর, মো. জালাল উদ্দিন জালাল, শাহ নেওয়াজ ভূঁইয়া, আবু হানিফ রানা, ওমর ফারুক, জাহিদ হাসান, সাইফুল ইসলাম খাদেম রুজবেল, ইকবাল হোসেন, মো. রফিকুল ইসলাম খান, মো. আল-আমিন খান, সজিদ শীল, মো. সফিক, রাজেশ সাহা, অ্যাডভোকেট মনির চৌধুরি।
এবিএন/হান্নান খাদেম/জসিম/রাজ্জাক