![আখাউড়ায় মহিলা আওয়ামী লীগের পৃথক দুই কমিটি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/13/b-baria-abnews_125746.jpg)
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫ দিনের ব্যবধানে পৃথক দুটি মহিলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগ। একটি কমিটি অনুমোদন দেয় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক এড. আলেয়া চৌধুরী। এই কমিটিতে মঞ্জুয়ারা বেগমকে সভাপতি এবং কাজী রাশেদা আক্তার রত্মাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
অপরদিকে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. তাসলিমা সুলতানা খানম নিশাত এককভাবে আরেকটি কমিটি অনুমোদন দিয়েছেন। ওই কমিটিতে মঞ্জুয়ারা বেগম কে সভাপতি এবং পিয়ারা বেগম পিওনাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এদিকে আখাউড়া মহিলা আওয়ামী লীগের দুটি কমিটি ঘোষণা হওয়ায় নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। নতুন করে দেখা দিয়েছে দলীয় কোন্দল।
জানা গেছে, ২০১৫ সনের ১০ নভেম্বর আখাউড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাধারণ সম্পাদক পদে কাজী রাশেদা আক্তার রত্না পায় ৯ ভোট এবং পিয়ারা বেগম পিওনা পায় ১ ভোট। কিন্তু জেলা কমিটি ওই সভায় কমিটি ঘোষণা না করে পরবর্তীতে কমিটি দেয়া হবে জানিয়ে সভা মুলতবি করে দেন। এরপরে দুই বছর আর কোন সম্মেলন হয়নি।
ওই সম্মেলনের প্রায় তিন বছর পর হঠাৎ গত ২৮ জানুয়ারী জেলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক এড. আলেয়া চৌধুরী যৌথ স্বাক্ষরে একটি কমিটি অনুমোদন দেন। এর ৩ দিন পর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. তাসলিমা সুলতানা খানম নিশাত ৫১ সদস্যের আরেকটি আরেকটি কমিটি অনুমোদন দেন।
তবে দুটি কমিটিই সভাপতি হিসেবে রয়েছেন মঞ্জুয়ারা বেগম এবং অন্যান্য পদে ও প্রায় একই নেতাকর্মী রয়েছেন। শুধু সাধারন সম্পাদক পদে অমিল।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক শিক্ষিকা কাজী রাশেদা আক্তার রত্মা বলেন, আমি সম্মলনে ৯ ভোট পেয়েছিলাম। আমার প্রতিদ্বন্ধি পিয়ারা বেগম পেয়েছিল মাত্র ১ ভোট। কিন্তু কী কারণে তখন কমিটি ঘোষণা করা হয়নি।
৩ বছর পর হঠাৎ করে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কীভাবে ১ ভোট পাওয়া প্রার্থীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করলো বুঝতে পারছি না। এ ব্যপারে যোগাযোগ করা হলে পিয়ারা বেগম পিওনা বলেন, দলের সর্ব সম্মতিক্রমে আমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কোন অনিয়ম হয়নি।
এবিএন/হান্নান খাদেম/জসিম/রাজ্জাক