বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বিজয়নগরে দেশীয় অস্ত্রসহ আটক ২

বিজয়নগরে দেশীয় অস্ত্রসহ আটক ২

বিজয়নগর, ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দেশীয় অস্ত্রসহ দুইজন যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার গভীর রাতে উপজেলার ইসলামপুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া পলিটেনিকেল ইনস্টিটিউট সংলগ্ন থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহা-সড়কের ইসলামপুর এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশের দাবী তারা ডাকাত দলের সদস্য।

এ সময় তাদের কাছ থেকে ১ টি চাপাতি, ১টি ছোড়া উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- মাধবপুর উপজেলার কলেজপাড়া এলাকার ছফিল উদ্দিনের ছেলে সেলিম (৩৫) ও বালাগঞ্জ থানার পীরপুরের আজিব উদ্দিনের ছেলে মোঃ লায়েক মিয়া (৩৭)।

এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আর্শাদ জানান, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এবিএন/এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু)/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত