![কাউখালীতে শুদ্ধ জাতীয় সংগীত প্রতিযোগিতা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/13/kaukhali-pk-13-gatiou-songi_125774.jpg)
কাউখালী, ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে শুদ্ধভাবে জাতীয় সংগীত অনুষ্ঠিত হয়েছে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধ জাতীয় সংগীত চর্চা অনুপ্রাণিত করার লক্ষে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায় ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, শিক্ষা অফিসার খোন্দকার জসীম আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, উদীচী শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক রবীণ মুখোপাধ্যায় ও খেলাঘর সংগঠক লিটন কৃষ্ণ কর প্রমূখ।
প্রতিযোগিতায় কাউখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যাল,এসবি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কাউখালী মহাবিদ্যালয়ের সংগীত দল বিজয়ী হয়।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/রাজ্জাক