![লালমনিরহাটে ৩ দিন ব্যাপী মিনি ইজতেমা হচ্ছে](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/13/lalmonirhat-13.02.18-news-3_125776.jpg)
লালমনিরহাট, ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : লালমনিরহাটে ৩ দিন ব্যাপী মিনি ইজতেমা শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার সদর উপজেলার কালেক্টরেট মাঠে তাবলিগ জামাতের আয়োজনে ইজতেমাটি অনুষ্ঠিত হচ্ছে। যা আগামী শনিবার বেলা ১১ টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
জানা গেছে, দ্বিতীয় বারের মতো লালমনিরহাট সদর উপজেলার কালেক্টরেট মাঠে ইজতেমার জন্য বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। দেশের বিভিন্ন জেলাসহ বিশ্বের ৩৫টি দেশের মুসল্লিরা ইজতেমা মাঠে জমায়েত হবেন। ইতোমধ্যে বিভিন্ন স্থান থেকে দলে দলে মুসল্লি আসতে শুরু করেছেন। সব মিলিয়ে অন্তত ২ লাখ মুসুল্লি এ জামাতে শরিক হবেন বলে ধারণা করা হচ্ছে।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, ইতোমধ্যে ইজতেমার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশের ইজতেমার কাজে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/রাজ্জাক