শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সখীপুরে বসন্ত উৎসব পালন

সখীপুরে বসন্ত উৎসব পালন

সখীপুর (টাঙ্গাইল), ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : ‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত’ এই প্রতিপাদ্যে সখীপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বসন্ত উৎসব।

এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা, কবিতা আবৃত্তি, গান, নৃত্য, র‌্যাফেল ড্র, পিঠামেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসন্ত উৎসবে নানা রঙের পোষাক পরে সব বয়সী মানুষ অংশ নেয়। আজ মঙ্গলবার বসন্তের প্রথম দিনে সরকারি মুজিব কলেজ, সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজ ও সখীপুর পিএম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বসন্তবরণের এসব আয়োজন করে।

এ ছাড়াও সখীপুর অফিসার্স ক্লাবও বসন্তবরণে সন্ধ্যায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, ইউএনও মৌসুমী সরকার রাখী, পৌরমেয়র আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, ওসি নাজমুল হক ভূইয়া, অধ্যক্ষ আব্বাছ আলী তালুকদার, অধ্যক্ষ রেনুবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিএন/সাইফুল ইসলাম সানি/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত