শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

সখীপুর (টাঙ্গাইল), ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : টাঙ্গাইলের সখীপুর থানার সদ্যযোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভূইয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সখীপুর প্রেসক্লাব এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি নাজমুল হক ভূইয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি ও সখীপুর বার্তা’র সম্পাদক শাকিল আনোয়ারের সভাপতিত্বে সিনিয়র সাংবাদিক ও প্রথম আলো প্রতিনিধি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি এনামুল হক, আমাদের সময় প্রতিনিধি ফজলুল হক বাপ্পা, ইত্তেফাক প্রতিনিধি মামুন হায়দার, যায়যায়দিন প্রতিনিধি সাজ্জাত লতিফ, প্রেসক্লাবের অর্থ-সম্পাদক সাইফুল ইসলাম সানি, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মোজাম্মেল হক সজল, দৈনিক সংবাদ প্রতিনিধি জুলহাস গায়েন, আলোকিত বাংলাদেশ সংবাদদাতা ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় নবাগত ওসি তাঁর বক্তব্যে সখীপুরে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সামাজিক অবক্ষয়রোধে সাংবাদিকদের কাছে সহযোগিতা চান।

এবিএন/সাইফুল ইসলাম সানি/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত