![মদনে কিশোরী গণধর্ষণ শিকারের মামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/13/mamla1_125781.jpg)
মদন (নেত্রকোনা), ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : নেত্রকোনার মদনে কিশোরী গণধর্ষণ শিকারের মামলা দায়ের করেছে কিশোরী ভিকটিম নিজেই (১৭)। আজ মঙ্গলবার দুপুরে কেন্দুয়া উপজেলার বরাপাড়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ৪ জনকে আসামী করে মদন থানায় এ মামলাটি দায়ের করেন। যার মামলা নং ৬।
মদন থানা ও মামলা সূত্রে জানা গেছে,গত ২২/২৩ দিন পূর্বে ভিকটিমের ভগ্নীপতি উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালীবিন্নী গ্রামের মাহবোব মিয়ার বাড়ীতে বেড়াতে আসে। সেখানে বেড়ানো শেষে বোন নাবিয়ার সাথে রাগ করে গত ৪ ফেব্রুয়ারী ২০১৮ ইং রোববার সন্ধ্যা ৭ টায় তার বাড়ি থেকে কেন্দুয়া উপজেলার বরাপাড়া গ্রামে নিজ বাড়ী উদ্দেশ্যে দৌলতপুর গ্রামের মন্জুর আলীর ছেলে অটো চালক সাব্বিরের অটোগাড়ীতে করে রওনা হয়।
রাত হয়ে যাওয়ায় সাব্বির কেন্দুয়া না গিয়ে কৌশলে ছিকনের হাওরের রাস্তায় নিয়ে সাব্বিরসহ ৪ জন তাকে ন্বরমশরের বিলে মালেক পাগলার বক্ত রফিকের পরিত্যক্ত বাড়ীতে নিয়ে পালাক্রমে সারা রাত গণধর্ষণ করে।
৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮ টায় তিয়শ্রী রাস্তায় ছেড়ে দিয়ে ধর্ষকরা চলে গেলে আমি আর নিজবাড়িতে লোকলজ্জায় না গিয়ে কেন্দুয়া উপজেলায় আলমপুর গ্রামের খোকনের মেয়ে বান্দবী রূপার বাড়িতে আশ্রয় নেই। ১১ ফেব্রুয়ারী রোববার বাড়িতে গিয়ে আমার পরিবারের লোকজনের কাছে ঘটনা খোলে বলি।
ধর্ষিতা জানায়, আমি আমার ভগ্নিপতির বাড়ি থেকে রাগ করে বেড় হয়ে কেন্দুয়া নিজ বাড়িতে যাওয়ার উদ্দ্যেশ্যে কালিবাড়িতে অটো রিক্সায় উঠি। চালক আমাকে নিয়ে ন্বরমশরের বিলে মালেক পাগলার আস্তানার পাশে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ৪জন মিলে পালাক্রমে গণধর্ষন করে।
ধর্ষিতার বাবা হাবিবুর রহমান কান্না জড়িত কন্ঠে বলেন, নরপিষাসদের জরুরী গ্রেফতার করে আইনের আওতায় এনে এর দৃষ্ঠান্ত মূলক শাস্তি চাই যাতে এ ধরনের ঘটনার শিকার যেন আর কোন বাবা আমার মত আর না হতে হয়।
ওসি মোঃ শওকত আলী জানান, এ ব্যাপারে ধর্ষিতা নিজেই নারী ও শিশু নির্যাতন আইনে ৪ ধর্ষকের বিরুদ্ধে মঙ্গলবার একটি মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/রাজ্জাক