শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বিজয়নগরে অটোরিক্সা চাপায় স্কুলছাত্রের মৃত্যু

বিজয়নগরে অটোরিক্সা চাপায় স্কুলছাত্রের মৃত্যু

বিজয়নগরে অটোরিক্সা চাপায় স্কুলছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ি থেকে হেঁটে স্কুলে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় তাসফি আহমেদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল গ্রামে এই দুর্গটনাটি ঘটনা ঘটে। নিহত তাসফি ওই গ্রামের মধ্যপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে। সে স্থানীয় দৌলতবাড়ি কিন্ডার গার্টেনের প্লে শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে তাসফি বাড়ি থেকে হেঁটে স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদ ভবনের দক্ষিণ পাশের সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাসফিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিএন/এস এম টিপু চৌধুরী/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত