
রানীশংকৈল (ঠাকুরগাঁও), ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : সমবায় সমিতির নামে সাধারণ মানুষদের জিম্মি করে চড়া সুদে ঋণ দিয়ে মানুষকে সর্বশান্ত করে দেওয়ার অভিযোগ উঠায়। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলা গ্রীন বাজার সমবায় সমিতির সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোঃ নাহিদ হাসান।
গত ১২ ফেব্রুয়ারী উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা জুড়ে এ সমিতির বিশদ বিস্তর লাভ করে সাধারণ মানুষদের চড়া সুদে ঋণ দিয়ে সর্বশান্ত করার অভিযোগ উঠে। এবং সমিতির কার্যক্রম আলোকপাত করে ব্যবস্থা নেওয়ার দাবী উঠায়।
আজ মঙ্গলবার সকালে মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, এসআই আহসান হাবিব কে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোঃ নাহিদ হাসানের নেতৃত্বে গ্রীন বাজার অফিসে গিয়ে তার সমস্ত কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, প্রতিষ্ঠানটি সামাজিক কোন কর্মকান্ডের সাথে জরিত নেই। এবং সমবায়ের কোন নিয়ম তারা মানে না। শুধু মাত্র চড়া সুদে দৈনিক কিস্তি আদায় করছে। তাই অফিসের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে বক্তব্য নিতে ঐ অফিসের ম্যানেজার বা কর্মিদের খোজ করলেও কাউকে সে-সময়ে পাওয়া যায় নি। অপরদিকে খোজ নিয়ে দেখা যায়, উপজেলা জুড়ে আরও এমন একাধিক সমিতি রয়েছে এগুলো হলো নিউ জন কল্যাণ সমবায় সমিতি পরিচালক আইনুল হক, নিমতলা আদর্শ সমবায় সমিতির পরিচালক শিক্ষক রফিকুল ইসলাম, নেকমরদ আলোর পথ সমবায় সমিতিসহ নানান ব্যানারে রমরমা সুদের ব্যবসা চলছে।
এবিএন/মোঃ মোবারক আলী/জসিম/রাজ্জাক