
পীরগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাহাঙ্গীর আলম (২২) ও জাহিদ হাসান বাপ্পী (২০) নামের দুই জন ভুয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার লোহাগাড়া বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
আটক জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামের আব্দুর কাদের এর ছেলে ও জাহিদ হাসান বাপ্পী একই উপজেলার মথরাপুর গ্রামের নরুল ইসলামের ছেলে। এস আই হেলাল বলেন, আটক জাহাঙ্গীর আলম ও জাহিদ হাসান বাপ্পী সিআইডি পুলিশ কর্মকর্তার পরিচয় দিয়ে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছিল।
সিআইডি দফতরের লোকজনের সঙ্গে কথাবার্তা বলে নিশ্চিত হই যে ওই দুই যুবক প্রতারণা করার জন্য ভুয়া পরিচয় দিয়েছে। পীরগঞ্জ থানা ওসি আমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
এবিএন/বিষ্ণু পদ রায়/জসিম/রাজ্জাক