রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

বাবার লাশ রেখে পরীক্ষা দিল বাপ্পী

বাবার লাশ রেখে পরীক্ষা দিল বাপ্পী

পীরগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাড়িতে বাবার লাশ রেখে চোখে অশ্রু নিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে বাপ্পী রায় (১৬)। আজ মঙ্গলবার জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে সে। এদিন তার পর্দাথ বিজ্ঞান পরীক্ষা ছিল।

বাবাকে হারিয়ে অনেকটা নির্বাক হয়েও সহপাঠীদের সাথে ওই ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছে। এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রে শোকের ছায়া নেমে এসেছে। এক হাতে চোখ মুছে ও অন্য হাত দিয়ে খাতায় উত্তরপত্র লিখতে দেখা যায় বাপ্পীকে।

জানা গেছে, বাপ্পীর বাবা জতিন্দ্র নাথ রায় পেশায় দরজী ছিলেন। তিনি পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের বনবাড়ি গ্রামের বাসিন্দা। সম্প্রতি তিনি উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়। মঙ্গলবার সকালে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে তিনি মারা যান।

এবিএন/বিষ্ণু পদ রায়/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত