![গোদাগাড়ী সীমান্তে দিয়ে ৫ বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/13/b.s.f_125788.jpg)
গোদাগাড়ী, ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে দিয়ে ৫ বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। গতকাল আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চর আষারিয়াদহ ইউনিয়নের সাহেব নগর সীমান্তে কাছে ৫ বাংলাদেশীকে নিয়ে আসে বিএসএফ।এর পর ১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ৫ বাংলাদেশীকে ফেরত দেয়া হয়।
দুপুর ২টার দিকে সাহেবনগর সীমান্তে ফাড়ির বিজিবি সদস্যরা ফেরত আসা ৫বাংলাদেশীকে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করে। ফেরত আসা ৫ বাংলাদেশী হচ্ছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানী নগর গ্রামের তবল আলীর ছেলে আনারুল (৩৫), শাহা পাড়া গ্রামের তৈয়বুর আলীর ছেলে সুলতান(৩৩),মুন্না পাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে জহরুল(৩৭), চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার কসাই পাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে মুরসালিন(২১) ও ঢাকা কেরানী গঞ্জ উপজেলার পাংগাওের জয়দেব মন্ডলের স্ত্রী বাসনা মন্ডল।
গোদাগাড়ী মডেল থানার অফিসার(ওসি) আলতাফ হোসেন বলেন ফেরত আসা ৫ বাংলাদেশীকে মঙ্গলবার বিকাল ৪টায় তাদের অভিাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।ফেরত আসা বাংলাদেশীরা জানান তারা নির্মান শ্রমিকের কাজের জন্য ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়।
মুর্শিদাবাদ জেলা আদালত ৫বাংলাদেশীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে বহরমপুর জেল খানায় রাখে। সাজা শেষে বিএসএফের মাধ্যমে ৫জনকে বাংলাদেশে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।
এবিএন/শামসুজ্জোহা/জসিম/রাজ্জাক