![শার্শার হাসপাতালের ১৫লক্ষ টাকা নিয়ে উধাও ব্যবস্তাপক তৌফিক ইলাহী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/14/joshor-towfiqe_125811.jpg)
শার্শা(যশোর), ১৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : শার্শার বুরুজ বাগান জেনারেল হাসপাতালের ব্যবস্তাপক তৌফিক ইলাহী ১৫লক্ষ টাকা নিয়ে কয়েক দিন যাবদ উধাও রয়েছে ৷ তার খোঁজ জানতে মালিক পক্ষ পুরুস্কার ঘোষনা করেছে ৷
শার্শা থানায় অভিযোগ সুত্র ও হাসপাতাল সুত্রে জানা যায়, গত ২০১৬সালের ডিসেম্বর মাসে বুরুজ বাগান জেনারেল হাসপাতালে ব্যবস্তাপক পদে নিয়োগ পান ৷ মালিক পক্ষ ২০১৭ সালের নভেম্বর মাসে জানতে পারে তৌফিক ইলাহী মাদকাসক্ত হয়ে পড়েছে ৷ এ খবরে মালিক পক্ষ মাদকাসক্ত কর্মচারীকে না রাখার সিদ্ধান্ত নেন ৷ এবং হিসাব বুঝিয়ে দেয়ার জন্য তাকে বলা হয় ৷ তৌফিক হিসাব বুঝিয়ে দিতে গড়িমসি করে ৷
ইতিমধ্যে মালিক পক্ষ ব্যবস্তাপক পদে আরো একজনকে নিয়োগ দেন ৷ তৌফিককে তিন দিনের মধ্যে হিসাব বুঝিয়ে দিতে আবারো বলা হয় ৷
এ দিকে তৌফিক নতুন নিয়োগ প্রাপ্ত ব্যবস্তাপক সহ কর্মচারীদের চাকুরী ছেড়ে দিতে হুমকি দিতে থাকে ৷ তার হুমকিতে কয়েকজন নার্স ও আয়া চাকুরী ছেড়ে দেয় ৷
গত ৯ ফেব্রুয়ারী হাসপাতালের সমগ্র হিসাবের খাতা সহ নিজেই আত্মগোপন করে ৷ হাসপাতাল কতৃপক্ষ তাকে অনেক খোজা খুজি করেও না পেয়ে তৌফিকের নামে শার্শা থানায় অভিযোগ করেন ৷ এবং তার সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে ২০হাজার টাকা দেয়া হবে বলে ঘোষনা দেন হাসপাতালের এমডি রাজু চৌধুরী ৷
এবিএন/ইয়ানূর রহমান/জসিম/নির্ঝর