শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ধামইরহাটে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

ধামইরহাটে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

ধামইরহাট (নওগাঁ) , ১৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর ধামইরহাট উপজেলার দৌলতপুর গ্রামে পারভীন (৪০) নামে এক গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাত করে হত্যা করেছে তার স্বামী রহমান।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম গ্রাম বাসীর বরাত দিয়ে জানান, রহমানের বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে বাধা দিতেন পারভীন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরেই পারভীন কে হত্যা করে রহমান।

তিনি আরো জানান, দৌলতপুর গ্রামের বাসিন্দা রহমান ও তার স্ত্রী পারভীন মঙ্গলবার রাতে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রহমান। বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এবিএন/আব্দুল্লাহ হেল বাকী/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত