![লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ফুলের শুভেচ্ছায় সিক্ত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/14/lalmonirhat--jp_125824.jpg)
লালমনিরহাট, ১৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান গণ-সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার ভারত ও যুক্তরাজ্যে সরকারী শিক্ষা সফর শেষে যখন নিজ জেলায় ফিরেন তখন তাকে ফুলের শুভেচ্ছো জানান হাজারো দলীয় নেতা-কর্মী, জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীগন। পরে তাকে অনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেয় জেলা পরিষদ। তিনি গত ৩১ জানুয়ারী সরকারী সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তার জেলায় আগমনকে কেন্দ্র করে তিস্তা সড়ক সেতু এলাকায় প্রায় ৮ কিলোমিটার জুড়ে ফুলে ফুলে সাজিয়ে তুলে আওয়ামীলীগের নেতা-কর্মীরা।
জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক আশরাফ হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সম্পাদক নজরুল ইসলাম তপন, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, সম্পাদক সাখাওয়াত হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম, সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক শরিফুল ইসলাম রাজু।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর