![বদলগাছীতে মুক্তিযোদ্ধা সন্তানকে লাঞ্ছিত করায় মানববন্ধন পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/14/muktijoddha-manobbondhon_125837.jpg)
বদলগাছী (নওগাঁ) , ১৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে মুক্তিযোদ্ধা সন্তান ও ঝাড়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানজিদা এবং সহকারী শিক্ষিকা মিতা রানী কে লাঞ্ছিত করায় মানববন্ধন করেছে উপজেলার মুক্তিযোদ্ধারা।
গত ১০ ফেব্রুয়ারী উপজেলা ঝাড়ঘড়িয়া সরকারী প্রথমিক বিদ্যালয়ে পাঠদানের সময় শিক্ষিকা মিতা রানী পঞ্চম শ্রেণীর এক ছাত্র মোঃ রিয়াদ হোসেনকে বেত্রাঘাতের পর অসুস্থ হয়েছে বলে তার পরিবারের অভিযোগ। অসুস্থতার খবর পেয়ে শিক্ষকেরা ওই ছাত্রকে দেখতে তাদের বাড়িতে গেলে অভিভাবক ও গ্রামের কিছু উশৃঙ্খল লোকজনেরা লাঞ্ছিত করেছেন।
এঘটনায় আজ সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসৃচি পালন করেন। প্রধান শিক্ষিকা তানজিদা বলেন আমরা শিক্ষার খাতিরে একটু শাসন করতে গিয়ে অভিভাবকেরা ক্ষিপ্ত হলে শিক্ষাদান দেওয়া আমাদের কষ্টকর হয়ে যাবে।
শিক্ষিকা মিতা রানী রিয়াদ হোসেনকে সামান্য বেত্রাঘাত এর প্রতিবাদে উপজেলা মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জবির উদ্দীন, মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুর রহিম বাবলু, এনামুল হক, সিরাজুল ইসলাম, আঃ হাই প্রমূখ।
বক্তারা তাদের বিরূদ্ধে থানায় দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান।
এবিএন/হাফিজার রহমান/জসিম/নির্ঝর