শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

খোকসায় লাগসই প্রযুক্তি মেলার উদ্বোধন

খোকসায় লাগসই প্রযুক্তি মেলার উদ্বোধন

খোকসা (কুষ্টিয়া) , ১৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : খোকসায় স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক আলোচনা সভা ও ২ দিন ব্যাপী মেলা গত বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সকালে খোকসা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নূর- এ- আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বি সি এস আই আর এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আহসান হাবিব, খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা বিষ্ণু পদ সাহা, বি সি এস আই আর এর বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুর রহমান প্রমুখ।

স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন বিষয়ে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং বি সি এস আই আর ২১ টি স্টলের মাধ্যমে তাদের স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রকল্প প্রদর্শন করা হয়।

এবিএন/সুমন কুমার মন্ডল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত