শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নড়াইলে ইউনিয়ন যুবলীগ সভাপতির বাড়িতে হামলা: লুটপাটের অভিযোগ

নড়াইলে ইউনিয়ন যুবলীগ সভাপতির বাড়িতে হামলা: লুটপাটের অভিযোগ

নড়াইলে ইউনিয়ন যুবলীগ সভাপতির বাড়িতে হামলা: লুটপাটের অভিযোগ

নড়াইল, ১৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজুর রহমান বিপ্লবের বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ২টার দিকে নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। তালা ভেঙ্গে কলাবাড়িয়া গ্রামের গিয়াস তালুকদার ও তার লোকজন ঘরে প্রবেশ করে ৫৩ হাজার টাকা, দু’টি সোনার আংটি, একটি চেইন, কানের দুল ও মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

নড়াইলের কলাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজুর রহমান বিপ্লবের স্ত্রী মিতু বেগম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কলাবাড়িয়া গ্রামের গিয়াস তালুকদার ও লোকজন গত রোববার আমার স্বামীকে বাড়িতে অর্তকিত ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে (বিপ্লব) গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার একদিন পর মঙ্গলবার রাতে বাড়িতে প্রবেশ করে গিয়াস তালুকদার ও তার লোকজন পিস্তল ঠেকিয়ে আমাদের ঘরে লুটপাট চালায়। এ সময় তারা ঘরের আসবাবপত্র ভেঙ্গে টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

মিতু বেগম আরো বলেন, লুটপাটের সময় বাঁধা দিতে গেলে গিয়াস তালুকদার ও লোকজন আমার আড়াই মাসের শিশু সন্তানের ওপর পিস্তল ঠেকিয়ে হত্যা করতে যায়। আত্মচিৎকার দিলে তারা লুটপাট করে পালিয়ে যায়। এ ব্যাপারে গিয়াস তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তার ভাই কামাল তালুকদার বলেন, এসব অভিযোগ বনোয়াট। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব অভিযোগ করা হয়েছে। এদিকে, এ ঘটনায় বুধবার সকালে নড়াগাতি থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত