![দোয়া করতে গিয়ে শেখ হাসিনার বদলে খালেদার নাম: ইমাম আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/14/hasia@abnews_125881.jpg)
সিরাজগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : শেখ হাসিনার নামে দোয়া করতে গিয়ে ভুলে খালেদা জিয়ার নাম বলায় পুলিশের হাতে আটক হলেন মসজিদের ইমাম আবু বকর সিদ্দিক। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভেটুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম ভেটুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্ধোধন ও পরিদর্শনে যান। অনুষ্ঠানে দোয়া করার জন্য আনা হয় ওই গ্রামেরই মসজিদের ইমাম ও বাখুয়া দারুর রাশাদ মাদ্রাসার ছাত্র আবু বকর সিদ্দিককে। তিনি মোনাজাতে শেখ হাসিনার নামের জায়গায় ভুলে খালেদা জিয়ার নাম বলে ফেলেন। এ সময় এমপি তানভীর মোনাজাত ছেড়ে দিয়ে ওই ইমামকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন এবং পুলিশকে আটকের নির্দেশ দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
কওশিক আহমেদ বলেন, এমপির নির্দেশে ইমামকে আটক করা হয়। যদিও জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয়া হয়।
এবিএন/মমিন/জসিম