![ভুরুঙ্গামারীর তিলাই ইউপিতে বাল্যবিয়ে রোধে ইমাম প্রশিক্ষণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/14/bhurangamari_125901.jpg)
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম), ১৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে “বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের আওতায় ইমাম, পুরোহিত ও ঘটকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আরআিরএস বাংলাদেশের বাস্তবায়নে সিডা ও প্লান ইন্টারন্যাশনালের আর্থিক ও কারিগরি সহায়তায় তিলাই ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষন প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সালেকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল হাকিম সরকার। ২০২১ সালের মধ্যে বাংলাদেশে ১৫ বছরের নীচে বাল্যবিয়েকে শূণ্য করা এবং ১৮ বছরের নিচে মেয়ে শিশুদের বিয়ের হার এক-তৃতীয়াংশে নামিয়ে আনার লক্ষ্যে উক্ত প্রশিক্ষনে ১৬১০০ অ্যাপস ব্যবহার করে বয়স যাচাই করার বিষয়টি হাতেকলমে শেখানো হচ্ছে।
এবিএন/এ এস খোকন/জসিম/রাজ্জাক