নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ১৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়া-১সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনে সংসদ উপ- নির্বাচনে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বি.এম ফরহাদ হোসেন সংগ্রামসহ ৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও ১৪ ফেব্রুয়ারি ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বেলা সোয়া ৩ ঘটিকার সময় নাসিরনগরের নৌকার কান্ডারী আওয়ামী লীগ প্রার্থী বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম (নৌকা) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী রেজোওয়ান আহমেদ (লাঙ্গল)ও মুফতী ফজলুল হক আমিনী (রহ:)এর হাতে গড়া রাজনৈতিক সংগঠন ইসলামী ঐক্যজোট প্রার্থী, কেন্দ্রীয় সহকারি মহাসচিব মাওলানা এ,কে, এম আশরাফুল হক (মিনার)। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
জোটে থাকার কারণে ইসলামী ফ্রন্টের প্রার্থী এড: ইসলাম উদ্দিন দুলাল (মোমবাতি)ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এহসান শেষ পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেননি বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।উপজেলা নিবার্চন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৪ ফেব্রুয়ারী বুধবার। যাচাই বাছাই ১৬ ফেব্রুয়ারী শুক্রবার। প্রার্থিতা প্রত্যাহার ২৩ ফেব্রুয়ারী রোজ শুক্রবার।ভোট গ্রহণ ১৩ মার্চ মঙ্গলবার। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাংসদ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড:ছায়েদুল হকের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়ে পড়ে। ফলে দেখা দেয় উপ নির্বাচন।
এবিএন/মোঃ আব্দুল হান্নান/জসিম/রাজ্জাক