![মেলান্দহে জাতীয় সঙ্গীত শীর্ষক প্রতিযোগিতা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/14/melandah .abnews24_125914.jpg)
জামালপুর, ১৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে জাতীয় সঙ্গীত পরিবেশনে শুদ্ধউচ্চারণ শীর্ষক প্রতিযোগিতা আজ বুধবার বেলা ১১টায় উমির উদ্দিন পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজন করে।
প্রতিযোগিতায় টুপকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা ১ ম স্থান অর্জন করেছে । ২য় হয়েছে পশ্চিম হাজরাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩য় স্থান অর্জন করেছে পশ্চিম ঝাউগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলহাজ তাসলিমা পারভীন প্রতিযোগিতার শুভ উদ্ধোধন করেন। ১১টি ইউনিয়ন-২টি পৌরসভার প্রাইমারী স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
এবিএন/মো: শাহ্ জামাল/জসিম/রাজ্জাক