![লালমনিরহাটে বিএনপি’র সাংগঠনিক সম্পাদকসহ আটক ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/14/lalmonirhat-bnp-p-c-(1)_125918.jpg)
লালমনিরহাট, ১৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : লালমনিরহাটে জামিন নিতে আদালতে গেলে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম ও জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেনসহ ৩ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । আজ বুধবার দুপুরে বিএনপি’র অনশন কর্মসুচির মাঝ পথে আদালতে জামিন নিতে গেলে লালমনিরহাট সিনিয়ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল তাদের জামিন না মঞ্জুর করে এক আদেশ প্রদান করেন।
আদালত সুত্র জানায়, ১৬ ডিসেম্বর আ’লীগ-বিএনপি’র মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনায় পুলিশ বিএনপি’র প্রায় ৪ শতজন নেতা-কর্মীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়। মামলায় জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস কে হারুন অর রশিদ কল্লোল বুধবার জামিন নিতে আদালতে আবেদন করেন। এ সময় তাদের জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেয়া আদালত।
লালমনিরহাট জেলা বিএনপি’র সম্পাদক হাজিজুর রহমান বাবলা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/রাজ্জাক