![গঙ্গাচড়ায় শ্যাডোর নাটক ও পাপেট নাটক কর্মশালা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/14/gangachara-news-pic-14-02-2_125924.jpg)
গঙ্গাচড়া (রংপুর), ১৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : রংপুরের গঙ্গাচড়ায় পিছিয়ে পরা যুব নারীদের সক্ষমতা বৃদ্ধি করতে সহিংসতা প্রতিরোধ ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করণের লক্ষে বেসরকারি সংস্থা সেল্ফ হেল্প এন্ড এ্যাডভান্সড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (শ্যাডো) এর ঊষার আলো প্রকল্পের আওতায় সামাজিক সচেতনতা বৃদ্ধি মূলক নাটক ও পাপেট নাটক বিষয়ক কর্মশালা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে।
গঙ্গাচড়া প্রতিশ্রুতি কোচিং সেন্টারে শ্যাডোর আয়োজনে দাতা সংস্থা একশন এইড বাংলাদেশ এর বিএফআই প্রকল্পের সহযোগিতায় ৩দিন ব্যাপী কর্মশালায় ১৫ জন ইয়ুথ সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালায় নাট্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সংস্থার নির্বাহী পরিচালক সারওয়ার জামিল খন্দকার, নাট্য ব্যক্তিত্ব গোলাম মোস্তফা ও মজিবুল ইসলাম।
এবিএন/এস এম স্বপন/জসিম/রাজ্জাক