![সিলেটে ব্রিজ থেকে নদীতে পড়ে দুই কিশোরের প্রাণহানি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/15/2-teenage-boy-dead-sylhet_125931.jpg)
সিলেট, ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : নগরীর কীন ব্রিজ থেকে সুরমা নদীতে পড়ে দুই কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে, এই দুর্ঘটনার কারণ ও মৃত দুই কিশোরের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌসুল হোসেন।
তিনি জানান, কীন ব্রিজের রেলিংয়ের ওপর অনেক সময় পথ শিশুরা শুয়ে থাকে এবং বিশ্রাম নেয়। রাতে হঠাৎ সেতুর রেলিং থেকে দুইজন সুরমা নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কিশোর দুটির বয়স আনুমানিক ১৭ থেকে ১৮ বছর বলে জানান ওসি গৌসুল হোসেন। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
তবে কিশোর দুটি কীন ব্রিজে রিকশা ঠেলে জীবিকা নির্বাহ করত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এবিএন/জনি/জসিম/জেডি