![হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে গ্রামবাসী ও পুলিশের সংঘর্ষ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/15/dui-pokkher-songhorsho@abne_125948.jpg)
হবিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধে গ্রামবাসী ও পুলিশের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ ২০জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। গতকাল দুপুরে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের পার্শ্বে সরকারী ১৭ একর ৫৭ শতাংশপতিত টিলা রামপুর চা বাগান কর্তৃপক্ষ লিজ নেয়। সুন্দ্রাটিকি গ্রামের একাংশ সরকারী লিজ কৃত জায়গায় টিন দিয়ে দুটি ঘর নির্মান করে। উপজেলা নির্বাহী অফিসার ওই সরকারী ভূমি থেকে গ্রামবাসীদের সরে যেতে বলে এক পর্যায়ে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় ১০ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়। গুলিবিদ্ধরা হলেন ইদ্রিছ মিয়া,আব্দাল মিয়া,রেনু মিয়া,জুয়েল মিয়া,আব্দুর রশিদ,শাহিন মিয়া,আজাদ,সোহেল মিয়াও আল আমিন। গুরুতর আহত ইদ্রিছ মিয়া ও আব্দাল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এবিএন/মো: নুরুজ্জামান ভ’ইয়া/জসিম/নির্ঝর