![পাঁচবিবিতে দূর্নীতি প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের শপথ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/15/pachbibi@abnews_125949.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট) , ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবিতে দূর্নীতি প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের শপথ পাঠ করা হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে গতকাল উচাই জেরকা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে দুর্নীতি প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রফেসর লোকমান আলী।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল হাই এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রানা, কমিটির সদস্য বিশিষ্ট সমাজ সেবক বাবু মনোরঞ্জন দাস রতন, উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গজেন্দ্রনাথ সরকার প্রমুখ।
এবিএন/সজল কুমার দাস/জসিম/নির্ঝর