![কালুখালীর আরএম ও পিইপি ব্রিকস্-এ ভ্রাম্যমান আদালতের অভিযান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/15/vrammoman-adalot@abnews (4)_125952.jpg)
কালুখালি, ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : রাজবাড়ীর কালুখালী উপজেলার শ্যামসুন্দরপুর এবং বোয়ালিয়ায় পৃথক অভিযান চালিয়ে আরএম ও পিইপি ব্রিকস-এ গতকাল বুধবার দুপুরে পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানাগেছে, রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে জেলার কালুখালীর বোয়ালিয়া পিইপি ব্রিকস ফিল্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স না থাকা এবং কাঠ পোড়ানোর অভিযোগে ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন মোতাবেক ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া শাহনাজ খানম একই উপজেলার শ্যামসুন্দরপুরে লাইসেন্স না থাকা ও কাঠ পোড়ানোর অভিযোগে ওই আইনে আরএম ব্রিকস ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিএন/আবিদা সুলতানা/জসিম/নির্ঝর