![গোদাগাড়ীতে এসএ পরিবহনের গাড়ীর ধাক্কায় ভুটভুটি চালক নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/15/godagari-sa-accident_125955.jpg)
গোদাগাড়ী, ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এসএ পরিবহনের মিনি পিকাপের ধাক্কায় ভুটভুটি চালক নিহত হয়েছে। চালকের নাম বকুল(৪০)। সে গোদাগাড়ী উপজেলার বহরামপুর হটাৎপাড়া গ্রামের মৃত ময়েজ মারাঙ্গার ছেলে।
গতকাল বুধবার বেলা ৩ টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার সারাংপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বকুল ভুটভুটি চালক ছিলো। দুর্ঘটনার পর এসএ পরিবহন ও ভুটভুটিকে জব্দ করেছে পুলিশ। গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) অালতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,একটি খালি ভুটভুটি চাঁপাই নবাবগঞ্জের দিকে যাচ্ছিলো এবং এসএ পরিবহনের গাড়ীটিও একই দিকে যাচ্ছিলো এসময় ধান ভর্তি অন্য একটি ভুটভুটিকে ধাক্ক দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে খালি ভুটভুটিকে ধাক্কা দিলে ব্রিজের রেলিং এর সাথে আটকিয়ে ঘটনাস্থলেই ভুটভুটি চালকের মৃত্যু হয়।
ওসি আরো জানান, বকুলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখুন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/নির্ঝর