![জামালপুর পৌরসভার দেড়শ বছরপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/15/jamalpur-powroshova-1_125966.jpg)
জামালপুর, ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : জামালপুর পৌরসভার দেড়শ’ বছরপূর্তির জাকজমপুর্ণ অনুষ্ঠান হবে ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার। ওই দিনটিকে আকর্ষণীয় করতে জামালপুর পৌরসভা কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে জামালপুর শহরের বকুলতলা মোড় থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
জামালপুর পৌরসভার দেড়শ’ বছরপূতি উপলক্ষে বুধবার অনুষ্ঠিত শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা। এ শোভাযাত্রায় ঢাকঢোল, নানা বাদ্য বাজনা, সং সেজে নৃত্য, গরুর গাড়ী, ঘোড়ার টমটম গাড়ি ও বর্নাঢ্য সাজে হাতি ও হাতির সাবককে দেখা যায়।
টমগাড়ির সামনের আসনে যাত্রী হন জামালপুর পৌসরভার দেড়শ’ বছরপূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক ও জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি। এতে আরও যাত্রী হন স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা ও জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর।
এছাড়াও ওই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সহ-সভাপতি জি এস মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জামালপুর শহর শাখা আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।
জামালপুর পৌরসভার দেড়শ বছরপূর্তির জাকজমপুর্ণ শোভাযাত্রায় জামালপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নেতৃত্বে বিপুল সংখ্যক নাগরিকরা অংশ গ্রহণ করেন। এ শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়। সেখানে স্থাপিত অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, জেলা প্রশাসক আহমেদ কবীর ও জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।
ওই আলোচনা সভা শেষে জামালপুর পৌরসভার কাউন্সিলর ও সাবেক কাউন্সিলরা সেখানে বিভিন্ন বাদ্যযন্ত্রের বাজনার তালে তালে নৃত্য পরিবেশন করেন। জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে আজ বৃহস্পতিবার সকালে জামালপুর পৌরসভার দেড়শ’ বছরপূর্তির মূল অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রকৌশলী খন্দকার মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক আহমেদ কবীর, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন (পিপিএম-বার), জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর শহর শাখা আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।
এবিএন/শাহ জামাল/জসিম/নির্ঝর