শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সুনামগঞ্জে জলমহালের দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২

সুনামগঞ্জে জলমহালের দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২

সুনামগঞ্জে জলমহালের দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২

সুনামগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের টাংনী জলমহালের দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত এবং অপর ২ জন আহত হয়েছেন। নিহতের নাম মজনু মিয়া(৬০)। তিনি তেতৈয়া গ্রামের মৃত আলম উল্ল্যার ছেলে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুলঞ্জ গ্রামের ডুনেল ও তেতৈয়া গ্রামের ইউপি সদস্য আব্দুল আলীর মধ্যে টাংনি জলমহাল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে আজ সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন । এতে আব্দুল আলীর পক্ষের মজনু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষনিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এবিএন/ অরুন চক্রবর্তী/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত