![শিবপুর কুমরাদী এতিমখানা থেকে ৪৪জনকে বের করে দেওয়ার হুমকী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/15/norshindi_abnews24_125985.jpg)
শিবপুর (নরসিংদী), ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিবপুর উপজেলার কুমরাদী দারুল উলুম এতিমখানায় অসহায় ছাত্র-ছাত্রীদের গত ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার হুমকী দিয়েছে। গতকাল ১৪ ফেব্রুয়ারি বুধবার হুমকীদাতা ৩ জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়ের বরাবর কমিটির পক্ষ থেকে এতিমখানায় অসহায় ছাত্র-ছাত্রীদের নামের তালিকাসহ
লিখিত অভিযোগ করেন প্রতিষ্ঠাতার মেয়ে হাজী মুছলিমা খাতুন। অভিযুক্ত ৩জন হলেন মো: নজরুল ইসলাম, পিতা মৃত নুরুল ইসলাম, মো: মাসুদ, পিতা মৃত শামসুদ্দিন ও উপজেলার বাজনাব গ্রামের মৃত আকবর মুন্সির ছেলে, কুমরাদী দারুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল।
বাংলাদেশের ঐতিহ্যবাহী হাজারো এতিমদের প্রতিষ্ঠানটি দুর্নীতি ও অব্যবস্থপনা কারণে বর্তমানে এতিম খানায় ছাত্র-ছাত্রীদের সংখ্যা ৪৪জন। এতিম ছাত্র সংখ্য ২৭জন ও এতিম ছাত্রীর সংখ্যা ১৭জন রয়েছে। এখানে নরসিংদী, কিশোরগঞ্জ , ময়মনসিংহ, হবিগঞ্জসহ মোট ৪টি জেলার অসহায় ছাত্র-ছাত্রীরা কুমরাদী দারুল উলুম এতিম খানায় লেখাপড়া করছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়ের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি অভিযোগ পেয়েছি, এ ব্যাপারে তদন্ত কমিটি করে ব্যবস্থা নিব।
উল্লেখ্য, বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সুনামধন্য প্রতিষ্ঠান কুমরাদী দারুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসা ও কুমরাদী দারুল উলুম এতিমখানা। এই দুইটি প্রতিষ্ঠান নরসিংদী জেলার শিবপুর উপজেলা কুমরাদী গ্রামে ১৯২৭ ও ১৯৩৩ সালে ৬৫০শতাংশ জমির উপর শিক্ষাঅনুরাগী, দানবীর, সমাজসেবক হযরত মাওলানা আবদুল আজিজ (রহ:) এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠা করেন।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/তোহা