সুনামগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : “সুস্থ দেহ সুন্দর মন” এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ সরকারী কলেজের আয়োজনে কলেজের মাঠ প্রঙ্গনে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণের আগে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসেনর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারী কলেজের প্রফেসর মো. আব্দুছ ছত্তার, উপাধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারী কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক মো. নূর এ আলম।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা