![সুনামগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/15/abnews-24.bbbbbbbb_125994.jpg)
সুনামগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়ে আদালত প্রাঙ্গন প্রদক্ষিন করে ভবনের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুল হক আসপিয়া, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড.আব্দুল হক, অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাড.মাসুক আলম, অ্যাড শেরেনুর আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন আমরা আন্দোলন করছি ক্ষমতায় যাওয়ার জন্য নয় গনতন্ত্রকে মুক্ত করার জন্য। খালেদা জিয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে গিয়ে আজ কারাবরন করছেন। মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা