চকরিয়া, ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে উপজেলার উপকূলীয় ইউনিয়নের বদরখালী ফেরীঘাট এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বদরখালী ইউপি চেয়ারম্যা মো.খাইরুল বশর বলেন, বুধবার রাতে দোকান বন্ধ করে যার যার মতো বাড়ি চলে যান ব্যবসায়ীরা। পরে বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মুহুর্ত্বের মধ্যে ১টি মুদির দোকন, ৩টি চায়ের দোকান পুরোপুরি পড়ে ছাই হয়ে যায়। এসময় আরো ৩টি কুলিং কর্ণার আংশিক পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দ্রুত ঘটনাস্থলে পৌছায় অন্তত আরো ১০টি দোকান পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, উপজেলা চেয়ারম্যান জাফর আলমসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় চেয়ারম্যানকে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে উপজেলা প্রশাসনকে দেয়ার জন্য বলা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পেলে তা জেলা প্রশাসনে পাঠানো হবে
এবিএন/ মুকুল কান্তি দাশ/জসিম/নির্ঝর