রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩১
logo

বান্দরবানের আলীকদমে ৭টি দোকান আগুনে পুড়ে ছাই

বান্দরবানের আলীকদমে ৭টি দোকান আগুনে পুড়ে ছাই

বান্দরবান, ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : বান্দরবানের আলীকদমে আগুনে পুড়ে গেছে একটি চালের মিলসহ সাতটি দোকান। আজ বৃহস্পতিবার ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের কাসেমপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

এ সময় আগুনে ছয়টি দোকান এবং একটি রাইস মিল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের ধারণা আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা।

আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিক উল্লাহ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে সাতটি দোকান পুড়ে গেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এবিএন/আব্দর রহিম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত