
রাণীশংকৈল (ঠাকুরগাঁও), ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ গত ১৪ ফেব্রুয়ারী গভীর রাতে মাদক সহ ৪ জনকে গ্রেফতার করেছে। থানা পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার তালিকা ভূক্ত মাদক ব্যাবসায়ী কাদির হাট গ্রামের আমিরুলের পুত্র তফিজুল ইসলাম মাটকু (৩২) ১৫০ পিচ, ধুলঝাড়ী গ্রামের আজিজুরের পুত্র আকবর আলী (৪২) কে ৫৮ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে।
অপরদিকে পৌর এলাকার সন্ধারই গ্রামের সত্তারের পুত্র মামুন মিয়া মফিজুলের পুত্র ফারুককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে ঠাকুরগাঁও সোর্পদ করা হয়েছে।
এবিএন/মোবারক আলী/জসিম/তোহা