শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
ডোবার পানি থেকে

কোটচাঁদপুরে এক সন্তানের জননীর লাশ উদ্ধার

কোটচাঁদপুরে এক সন্তানের জননীর লাশ উদ্ধার

কোটচাঁদপুর (ঝিনাইদহ), ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : কোটচাঁদপুরে ডোবার পানি থেকে উদ্ধার করা হয়েছে এক সন্তানের জননীর লাশ। হত্যা করে ডোবার পানিতে ফেলে দেয়ার অভিযোগ তুলেছেন মৃতের পিতার পরিবার। পুলিশ বলছে তদন্ত শেষে বলা যাবে এটা কি। মৃতের বড় ভাই অমেদুল ইসলাম বলেন,গলা টিপে মেরে ফেলে ডোবার পানিতে ফেলে দিয়েছে। পরে তারাই লাশ তুলে রেখেছে। গেল ২০ বছর আগে তোফাজেলের সঙ্গে রশিদার বিয়ে হয়। এর মধ্যে তোফা আবার কালিগঞ্জের বারবাজারে বিয়ে করে। এরমধ্যে ওই বউ তাকে ডিভোজ করেছে।

আর ওই বিষয় নিয়ে তোফা আমার বোনকেও একবার ছেড়ে দেন। অনেক দেন দরবার করে আমরা তাকে এ ঘরে রেখে যায়। কথা হয় তোফাজেলের বড় ভাই আব্দুর রহমানের সঙ্গে তিনি বলেন,তাদের মধ্যে কোন গোলযোগ দেখিনি। আর যে ডোবার পানিতে পড়ে মরেছে তা অসম্ভব। তবে কিভাবে মারা গেল বুঝতে পারছি না। কথা হয় তোফাজেলের ভাবী শাহারন খাতুনের সঙ্গে,তিনি বলেন বুধবার রাতে খেয়ে শোবার আগ পর্যন্ত আমি জানি। এরপর সকালে আমি হাটতে গিয়ে দেখি তাঁর গায়ের কাপড়-চোপড় ডোবার পাড়ে।

বিষয়টি তোফাজেলকে বলতে সে কাদতে কাদতে গিয়ে তাঁর লাশ তুলে নিয়ে আসে। আমার মনে হয় রশিদাকে গোদানে মেরে ফেলেছে। আর আমার ডোবার ভিতর বাশ ছিল তাতে কেটে যেতে পারে গলায়। সে বিয়ে করেছিল বেশ আগে। এখন তোফা বাসায় থাকত। তাদের ভিতর কোন গোলযোগও ছিলনা। রশিদা খাতুন কোটচাঁদপুরের কাগমারী গ্রামের মৃত বদন মোল্লার মেয়ে। এ ব্যাপারে কথা হয় কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার সঙ্গে তিনি বলেন,মেরে ফেলা হয়েছে বলে মনে হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা হবে।

এবিএন/সুব্রত সরকার/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত