![তিতাসে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে আহত ২, আটক ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/15/abnews-24.bbbbbbbbbbbbbb_126022.jpg)
তিতাস (কুমিল্লা), ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুমিল্লার তিতাস উপজেলায় পূর্ব সত্রুতার জের ধরে সংঘর্ষ আহত ২। এ ঘটনায় জরিত মামুন ও পাভেল ২জনকে এলজিসহ আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতানী ইউনিয়নের স্বরশতিরচর গ্রামে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় ওই গ্রামের হেলাল গ্রুপ ও মিজান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্ত্ব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি এ দু’গ্রুপ মারামারি করে থানায় পৃথক দু’টি মামলা ও হয়েছে। তারই জের ধরে গতকাল সকালে হেলালের ভাই তোফাজ্জল মিয়া (৩৫)কে হত্যার উদ্দ্যেশে পরিকল্পিতভাবে এলোপাতারী কুপিয়ে গুরতর আহত করে। আহত তোফাজ্জলকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
তোফাজ্জলকে হত্যায় ব্যর্ত হয়ে সন্ত্রাসী মামুন ও পাভেল গং ফের দুপুর আনুমানিক ১টার সময় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হেলালের বাড়ীতে গিয়ে হামলা চালায় এসময় গ্রামবাসী মামুন ও পাভেলকে একটি এলজিসহ আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মামুন ও পাভেলকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মিজান জানান তার ভাই মামুনকে হেলাল গ্রুপের লোকজন গ্রামের মধু মিয়ার ঘর থেকে ধরে নিয়ে মারধর করে এবং অস্ত্র দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। অপর দিকে হেলালের বড় ভাই করিম সওদাগর জানায় তার ছোট ভাই তোফাজ্জল ৫লাখ টাকা নিয়ে সকালে বাড়ী থেকে গৌরীপুর যাবার পথে ইউনিয়নের বারকাউনিয়া পৌছলে আগে থেকে ওত পেতে থাকা মামুন ও পাভেল গং আমার ভাইকে এলোপাতারী কুপিয়ে টাকা গুলি ছিনিয়ে নিয়ে যায়।
এস আই মনির হোসেন জানান খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেখি শত শত নারী পুরুষের মাঝে মামুন ও পাভেলকে একটি এলজিসহ বেধে রেখেছে। এ অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা করে থানায় নিয়ে আসি।
এবিএন/কবির হোসেন/জসিম/তোহা