![গণ-উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লি.’র ১২তম সাধারণ সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/15/madaripur-news15-2-18_126029.jpg)
মাদারীপুর, ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : মাদারীপুরের শিবচরে গণ-উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মিসেস রুবিনা ইসয়াসমিন এর সভাপতিত্বে সম্পাদকের অনুপস্থিতিতে উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতি ক্রমে গণ-উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম মিয়ার সঞ্চালনায় সভার সূচনালগ্নে পবিত্র কোরআন থেকে পাঠ করেন মালেরহাট শাখা ব্যবস্থাপক জনাব আমিনুল ইসলাম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন ফ্লিড সুপারভাইজার অরুন চন্দ্র দাস। সভায় উপস্থিত সকল সদস্য ও অন্যান্যদের প্রতি গণ-উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে ব্যবস্থাপনা পরিচালক বলেন, সমিতির গঠনতন্ত্র ও সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর ১৮ ও ২১ ধারা এবং আইন-২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩) এর ১৭(৪) বিধি অনুযায়ী এই ১২তম বার্ষিক সাধারণ সভা-২০১৮ অনুষ্ঠিত হচ্ছে।
এরপর ব্যবস্থাপনা পরিচালক বিগত ২০১৬-২০১৭ইং বছরের নিরীক্ষা প্রতিবেদন ও সমগ্র হিসাব-নিকাশ ও লাভ-লোকসান হিসাব বিবরণী উপস্থাপন করেন এবং ইহাতে সমিতিটি লাভবান হিসাবে পরিলক্ষিত হয়।
সকলের উদ্দেশ্যে বলেন, নিরীক্ষা প্রতিবেদনের উপর কারো কোনও মতামত বা আপত্তি থাকলে তা উপস্থাপনের জন্য বলা হয়। নিরীক্ষা প্রতিবেদনের উপর কেউ কোনো আপত্তি বা মতামত প্রদান না করায় সমিতির সার্বিক উন্নয়ন ও দিক নির্দেশনার জন্যে সকলকে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান করে তিনি বলেন, আপনাদের প্রচেষ্টায় গত ২০১৭ সনের নভেম্বর মাসে হতে সমিতির নিজস্ব অর্থায়নে শিবচররের প্রাণকেন্দ্র থানা রোডে বহুতল বিশিষ্ট ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে।
আলোচনায় অংশনেন প্রধান কার্যালয়ের প্রধান হিসাব রক্ষক আবদুস সালাম জমাদ্দার, সিনিয়র অফিসার লায়লা পারভীন, শাখা ব্যবস্থাপক আহসান হাবিব, আবুল খায়ের, আমিনুল ইসলাম, সাহিদা আক্তার ও নাসিম রহমান প্রমূক।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/রাজ্জাক